এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত : জি এম কাদের
প্রকাশিতঃ 2:39 pm | July 03, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তিনি চোখ মেলে তাকিয়েছেন বলে জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, সকাল ১১টার দিকে আমি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আমাদের চেয়ারম্যানের কাছে গেলে তিনি আমার হাত ধরার চেষ্টা করেন। পরে আমি তার হাত ধরি। আমার কথা শুনে তিনি চোখ মেলে তাকিয়েছেন।
বুধবার (০৩ জুলাই) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন।
জিএম কাদের বলেন, তবে তিনদিন ধরে তার শারীরিক অবস্থা একই রকম রয়েছে। তার লাঞ্চের ইনফেকশন কমেছে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী দু’দিনের মধ্যে অবস্থার উন্নতি হবে। জাপা চেয়ারম্যানকে অক্সিজেন সাপোর্ট ও আন্ডার প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে।
এ সময় জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এআর/এমএম