টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান
প্রকাশিতঃ 4:23 am | June 18, 2019

খেলা প্রতিবেদক, কালের আলো :
টনটনের ক্রিকেট গ্রাউন্ডে সাকিব-লিটন দাসদের বীরত্বগাঁথা দেখেছে ক্রিকেট বিশ্ব। জাদুকরী ইনিংস উপহার দিয়ে আবারো বিশ্বমঞ্চে বাংলাদেশকে জিতিয়েছেন সাকিব আল হাসান।
অভিষেক ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন উদ্যমী লিটন দাসও। ফলে ষোল কোটি বাংলাদেশ মেতেছে উৎসব আনন্দে।
টাইগারদের এ স্বপ্ন জয়ে উচ্ছ্বসিত ক্রিকেটভক্ত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।
সোমবার (১৭ জুন) রাত পৌনে ১২ টার দিকে কালের আলো’র মাধ্যমে তিনি টিম টাইগারদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ক্রিকেট দল চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে নিজেদের প্রথম ম্যাচে হারিয়ে দিয়ে জয়যাত্রার সূচনা করেছিল।
বিশাল রান পাহাড় টপকে ওয়েস্ট ইন্ডিজকেও ৭ উইকেটে হারিয়ে দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের কথা আবারো জানান দিয়েছে।’
মাশরাফি-তামিম-সাকিব-লিটনদের এ বিজয়ে আনন্দিত আওয়ামী লীগের প্রভাবশালী এ রাজনীতিক দলটির ম্যানেজার, কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও আন্তরিক অভিনন্দন জানান।

কালের আলোকে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমরা আশাবাদী বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। সকল বাঁধা অতিক্রম করে বিশ্বকাপের এ আসরে লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে।’
বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের পর পরই নিজের ফেসবুকে বাংলাদেশ দলের জয়ের নায়ক সাকিব আল হাসানের সঙ্গে ইতোপূর্বে আনন্দ উদযাপনের ছবি পোস্ট করে লিখেছেন- অভিনন্দন টিম টাইগারস ….অভিনন্দন সাকিব ….অভিনন্দন লিটন …এই জয় বাংলার ১৭ কোটি মানুষের ….” জয় বাংলা ” ……।
কালের আলো/এএ