সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানব না: রিজভী

প্রকাশিতঃ 6:25 pm | July 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র মানা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (৯ জুলাই) দুপুরে রাঙামাটির কাউখালীর মগাছড়িতে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়িতে তার অসুস্থ মায়ের খোঁজ নিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবীর রিজভী বলেন, নানা সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র, সেটা করতে দেওয়া হবে না। এ দেশের খেটে-খাওয়া মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্ধারণ করবে এ দেশে কারা ক্ষমতায় আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার মতো নানান যুক্তি খাড়া করে জনগণের অধিকারকে কেড়ে রাখতে দেওয়া হবে না।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করে হাসিনা দিনের ভোট রাতে করেছে। ভোটকেন্দ্রে ভোটার যেতে পারেনি। ভোটারের পরিবর্তে ভোটকেন্দ্রে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেদিন শেষ হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। এর মধ্যে দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে। সে পথ যেন কেউ আটকাতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে।

কালের আলো/এসএকে