লুইসের পর পুরানকে ফেরালেন সাকিব
প্রকাশিতঃ 5:57 pm | June 17, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
নিজের দ্বিতীয় উইকেট হিসেবে নিকোলাস পুরানকে তুলে নিলেন সাকিব আল হাসান। এর আগে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা অ্যাভিন লুইসকেও ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
ব্যক্তিগত সপ্তম ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরান সাকিব। ৩০ বলে ২৫ রান করে সৌম্য সরকারের হাতে সীমানায় ধরা পড়েন পুরান। এর আগে তৃতীয় ওভারের তৃতীয় বলে কুইসকে ফেরান সাকিব।
এখন পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৩১ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ১৫৯। হোপ অপরাজিত আছেন ৫৫ রানে তার সঙ্গে আছেন হেটমায়ার।
এর আগে, শুরু থেকেই কিছুটা আঁটসাঁট খেলছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। তারই ফল হিসেবে শূন্য রানেই ফিরলেন।
নিজের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই গেইলকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। ১৩ বল খেলে শূন্য রানে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান গেইল।
এর আগে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কাউন্টি গ্রাউন্ড টনটনে নিজেদের বাঁচা মরার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
কালের আলো/এনএল/এমএম