গেইলকে শূন্য রানে ফেরালেন সাইফুদ্দিন

প্রকাশিতঃ 3:56 pm | June 17, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ম্যাচের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের ওপর প্রথম আঘাতটা করেছেন পেসার সাইফুদ্দিন।

বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলকে শূন্য রানে ফিরিয়ে দিলেন তিনি। ১৩ বল খেলে সাইফুদ্দিনের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি।

এর আগে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কাউন্টি গ্রাউন্ড টনটনে নিজেদের বাঁচা মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ:
ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার (অধিনায়ক), শেল্ডন কোটরেল, ওশান থমাস ও শ্যানন গ্যাব্রিয়েল।

কালের আলো/এনএল/এমএইচএ