শেখ হাসিনার নির্বাচিত উক্তি নিয়ে ২টি বই প্রকাশ

প্রকাশিতঃ 11:29 am | June 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

‘শেখ হাসিনা নির্বাচিত উক্তি’ ও ‘শেখ হাসিনা সিলেক্টড সেয়িংস’ নামে নামে দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ও আন্তজার্তিক পর্যায়ে বক্তব্য, ভাষণ ও লিখনি থেকে বাছাইকৃত উদ্ধৃতি নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় এই দুইটি বই প্রকাশ করেছে পাঠক সমাবেশ।

বই দুইটির সংকলন ও সম্পাদনা করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং মুখবন্ধ লেখেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

‘শেখ হাসিনা সিলেক্টড সেয়িংস’ শিরোনামের ইংরেজি বইটিতে ১১৫টি উক্তি এবং ‘শেখ হাসিনা: নির্বাচিত উক্তি’ শিরোনামের বাংলা বইটিতে ১০০টি উক্তি স্থান পেয়েছে। প্রশাসন, রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সেনা বাহিনী ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রয়েছে বই দুটিতে।

বুধবার (১২ জুন) রাতে সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ছাত্র-ছাত্রী, পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মীদের জন্য এ বইটি বিশেষ দিক নির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে।

বই দু’টির প্রকাশক পাঠক সমাবেশের মালিক সাহিদুল ইসলাম বিজু ও ইংরেজি বইটির সম্পাদনায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সম্পাদনা করেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

কালের আলো/এনএল/এমএম