নির্বাচন ঘিরে সংকট তৈরির ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন ফারুক
প্রকাশিতঃ 7:19 pm | July 12, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে একটি গভীর সংকট তৈরির ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।
শনিবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ফারুক এ কথা বলেন।
২০১১ সালের ৬ জুলাই তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ ফারুকের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুন-অর-রশিদ ও বিপ্লব কুমারকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, ঠিক তখনই হত্যাকাণ্ড ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। তিনি এটিকে বাংলাদেশে বিদ্যমান সংকট তৈরি করার একটি বড় ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।
বিভিন্ন মহল থেকে ধানের শীষ প্রতীক বাতিলের দাবি, ১৯৭১ সালের স্বাধীনতা অসম্পূর্ণ বলে মন্তব্য করা এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজনীয়তাসহ নানা ধরনের বক্তব্য আসছে বলে জানান ফারুক।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, জুলাই-আগস্টে বিপ্লবের ঘোষণা না হওয়া পর্যন্ত এবং ১৮ বছরের বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না বলেও অনেকে বলছেন।
বিএনপি নেতা অভিযোগ করেন, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্রদল ও যুবদল দ্রুত বিবৃতি দিলেও তার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় হারুন ও বিপ্লবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি প্রশ্ন তোলেন, ‘তারা কোথায় আছেন? কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? জনগণকে এ বিষয়ে জানাতে হবে। ’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিটফোর্ডের হত্যাকাণ্ডের মূল হোতাদের খুঁজে বের করার দাবি জানান। ব্লগার অভিজিৎ হত্যার ঘটনায় আওয়ামী লীগ কাউকে বহিষ্কার না করলেও তারেক রহমান বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই জড়িতদের আজীবন বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, ‘আজ এক বছর হলেও এখনো বাংলাদেশের যে অবস্থা, এ অবস্থা অন্তর্বর্তী সরকার কিছুতেই সামাল দিতে পারছে না। তাই দরকার নির্বাচন। দরকার জনগণের ভোট, যেই দল পাবে সেই দল সরকার গঠন করবে। ’
তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, সব ষড়যন্ত্র কানে না নিয়ে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে একটি রাজনৈতিক সরকার ও সংসদ কায়েম করা হোক।
জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে যাচ্ছেন এবং বাংলাদেশের মানুষ যে আশা নিয়ে প্রধান উপদেষ্টাকে পদে বসিয়েছেন, সেই আশার প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ
কালের আলো/এএএন