ক্রাউড ফান্ডিংয়ে এক মাসে কত টাকা পেলো এনসিপি?

প্রকাশিতঃ 8:49 pm | July 12, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রাউড ফান্ডিং উদ্যোগ ‘আপনার অনুদানে আগামীর বাংলাদেশ’ এক মাসের বেশি সময় পার করেছে। গত ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছিল। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৯৯ হাজার টাকা অনুদান পেয়েছে দলটি।

শনিবার (১২ জুলাই) বিকেল পর্যন্ত এনসিপির তহবিল সংগ্রহের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এনসিপির ওয়েবসাইটের তথ্য বলছে, এ পর্যন্ত মোট পাঁচ হাজার ৪৯৬ জন দলটির তহবিলে অনুদান দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২২৫ জন দাতা অনুদান দিয়েছেন ৮০ হাজার ৬৮ টাকা।

গত ৪ জুন বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের ঘোষণা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এরপর ৫ জুন আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

কালের আলো/এমডিএইচ