ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের পূর্বাভাস
প্রকাশিতঃ 12:41 am | July 13, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ঢাকাসহ দেশের ১১ জেলায় বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ব্যতীত অন্যান্য জেলাগুলো হলো ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।
ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগামীকাল রোববার সকাল ৯টা বা তার কাছাকাছি সময়ে ঢাকাসহ এই ১১ জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা অথবা ঝড়োহাওয়া ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে বয়ে যেতে পারে এবং ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই, সংশ্লিষ্ট এলাকার মানুষদের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
কালের আলো/এসএকে