ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
প্রকাশিতঃ 8:11 pm | July 12, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭টি দেশ এবং মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১২ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা পৃথক চিঠিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমকে উদ্দেশ্য করে এই ঘোষণা দেন ট্রাম্প।
চিঠিতে চিঠিতে ট্রাম্প লিখেছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপের ২৭ দেশ এবং মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যের ওপর ৩০ শতাংশ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সমস্ত সেক্টরাল শুল্ক থেকে আলাদা হবে।’
ট্রাম্পের এই ঘোষণা এমন একসময় এলো, যখন চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করেছে ইইউ।
এরআগে এই সপ্তাহের শুরুতে বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং ব্রাজিলের মতো দেশগুলোর ওপর নতুন শুল্ক হার আরোপ এবং তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প।
সূত্র: রয়টার্স
কালের আলো/এমডিএইচ