বাংলাদেশকে ‘হেয়’ করে পিটারসনের টুইট

প্রকাশিতঃ 10:32 am | June 09, 2019

কালের আলো ডেস্ক:

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করতে নেমে ধরাশায়ী হয় টাইগাররা।

বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশকে ৩৮৭ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড।

যদিও ম্যাচটি শেষ পর্যন্ত ১০৬ রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

তবে বাংলাদেশের ইনিংস শুরুর আগেই ম্যাচ নিয়ে টুইট করে টাইগারদের ‘হেয়’ করে তারকা ক্রিকেটার কেভিন পিটারসন।

ইংল্যান্ডের ইনিংস যখন বড় পথে এগোচ্ছিল, তখন একটি টুইট পোস্টে ইংল্যান্ডের জয় নিশ্চিত ধরে নিয়ে একটি টুইট করেন পিটারসেন।

টুইটে তিনি লিখেন, ‘খেলা আসলে ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ইংল্যান্ডের ৪০০-র কাছাকাছি পৌঁছাবে এবং ১৫০ রানের ব্যবধানে জিতবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এখন চোখ রাখছি আগামীকালের ম্যাচে, অস্ট্রেলিয়া বনাম ভারত।’

কালের আলো/এসডি/এমএম