আমাদের ব্লাড ব্যাংকে আপাতত রক্ত নেওয়া শেষ
প্রকাশিতঃ 11:20 pm | July 21, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আমাদের ব্লাড ব্যাংকে আপাতত রক্ত নেওয়া শেষ। আপাতত আর কেউ রক্ত দেবেন না। আমরা মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে রক্ত নিয়েছি।
সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের অবস্থা নিয়ে রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আইসিইউতে যেসব রোগী আছে তাদের বেশিরভাগের শ্বাসনালী পোড়া। তাদেরকে ভ্যান্টিলেশন দেওয়া হচ্ছে। তাদেরকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সায়েদুর রহমান বলেন, মঙ্গলবার (২২ জুলাই) থেকে প্রতি ৬ ঘণ্টা পরপর রোগীদের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে আপডেট জানানো হবে। যাতে কোনো রকমের বিভ্রান্তি তৈরি না হয়। আমরা মারা যাওয়ার সংখ্যাকে গুরুত্ব দিচ্ছি না। কারণ কিছুক্ষণ আগেও দুইজন মারা গেছেন। হাসপাতালে আনার পর তিনজন মারা গেছে।
বর্তমানে বার্ন ইউনিটে ৪৪ জন ভর্তি আছেন জানিয়ে তিনি বলেন, সিএমএইচে ১২ জন মারা গেছে। আর সেখানে চিকিৎসাধীন আছেন ২৫ জন। আমরা সব মিলিয়ে ১৭ জন মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি। আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৮ জন।
কালের আলো/এসএকে