নিহত পাইলট তৌকিরের পরিবারকে নেওয়া হলো ঢাকায়

প্রকাশিতঃ 6:32 pm | July 21, 2025

রাজশাহী প্রতিবেদক, কালের আলো:

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকির ইসলাম নিহত হয়েছেন। তার বাড়িতে চলছে শোকের মাতম।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

এদিকে সাগরের পরিবারকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বিকেল ৫টার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পাইলট সাগরের মেজ চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর শুনতে পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়েছে। সেই হেলিকপ্টারে করে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে ঢাকায় নেওয়া হয়েছে।’

মতিউর রহমান আরও বলেন, ‘সম্প্রতি সাগর রাজশাহী এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো বাচ্চা-কাচ্চা নেই। ছোট ভাই মরদেহ নিয়ে এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

কালের আলো/এএএন