৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর : আইএসপিআর
প্রকাশিতঃ 2:24 am | July 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে ৮ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তারা হলেন-
১। ফাতেমা আক্তার (০৯), পিতা: গনি শেখ, জেলা: বাগেরহাট
২। সামিউল করিম (৯), জেলা: বরিশাল
৩। রজনী ইসলাম (৩৭), জেলা: কুষ্টিয়া
৪। মেহনাজ আফরিন হুরায়রা (৯), জেলা টাঙ্গাইল
বিজ্ঞাপন
৫। শারিয়া আক্তার (১৩), পিতা: রফিক মোল্লাহ, জেলা: ঢাকা
৬। নুসরাত জাহান আনিকা (১০), জেলা: ঢাকা
৭। সাদ সালাউদ্দিন (৯), পিতা: মুকুল সালাউদ্দিন , জেলা: ঢাকা
৮। সায়মা আক্তার (৯), পিতা: শাহ আলম ,জেলা: গাজীপুর
অপরদিকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ মর্গে রয়েছে বলে জানিয়েছে আইএসপিরআর। সর্বশেষ রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত ২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
সূত্র: আইএসপিআর
কালের আলো/এসএকে