বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক

প্রকাশিতঃ 9:31 pm | July 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণীয় নয়। এটি আমাদের জাতীয় জীবনে এক গভীর শোকের মুহূর্ত।

কালের আলো/এমডিএইচ