মসজিদে হতাহতদের ৬৯ হাজার ডলার দিলেন ‘ডিম বালক’
প্রকাশিতঃ 8:15 pm | May 29, 2019

কালের আলো ডেস্ক:
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় হতাহতদের জন্য ৬৯ হাজার ডলার দিলেন ডিম বালক নামে খ্যাতি পাওয়া কিশোর।ডয়েচে ভেলে
১৫ মার্চ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেন৷ ওই ঘটনার পর অস্ট্রেলিয়ার সেনেটর ফ্রেজার অ্যানিং বলেন, মুসলিম অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই হামলা হয়েছে৷ এ ধরনের ‘উত্তেজনাকর ও বিভেদ সৃষ্টিকারী’ বক্তব্যের জন্য অস্ট্রেলিয়ার সংসদ অ্যানিংয়ের সমালোচনা করেছে৷
অবশ্য পরবর্তীতে অনুষ্ঠিত নির্বাচনে হেরে যান অ্যানিং৷ তবে তিনি যখন মেলবোর্নে প্রচারণা চালাচ্ছিলেন, তখন উইল কনোলি নামে ১৭ বছরের এক কিশোর অ্যানিংয়ের মাথায় একটি ডিম ভাঙেন৷ ঐ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়৷ আর পুলিশ কনোলিকে ধরে নিয়ে যায়৷ তবে শুধু মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয় তাঁকে৷ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি৷
তবে কনোলিকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে ধরে নিয়ে তাঁকে সহায়তা করতে অনলাইনে অর্থ জোগাড় প্রক্রিয়া শুরু হয়েছিল৷ এতে প্রায় ৬৯ হাজার ডলার অর্থ সংগৃহীতও হয়৷ কিন্তু যেহেতু কনোলির আর এই অর্থের প্রয়োজন নেই, তাই তিনি তা মসজিদে হতাহতদের সহায়তা করতে গঠিত একটি সংস্থাকে দিয়ে দিয়েছেন৷ ইনস্টাগ্রামে এই খবর দিয়ে কনোলি লিখেছেন,‘‘এই অর্থ আমার নয়৷ এই অর্থ হতাহতদের জন্য৷ আমি মনেপ্রাণে আশা করছি, এই অর্থ তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে৷ ভালোবাসা ছড়াতে থাকুন৷”
কনোলি অবশ্য পরবর্তীতে স্বীকার করেছিল যে, ডিম ভাঙার কাজটি তাঁর ঠিক হয়নি৷
কালের আলো/ডিও