স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে : গণপূর্ত মন্ত্রী

প্রকাশিতঃ 9:57 pm | May 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় অতি অল্প সময়ের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, আশা করা যাচ্ছে, অতি অল্প সময়ের মধ্যে সব সূচক অর্জন করে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে।

আরো পড়ুন: ইউএন-হ্যাবিটাট অ্যাসেম্বলিতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন গণপূর্তমন্ত্রী

মঙ্গলবার (২৮ মে) কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত ইউএন-হ্যাবিটাট অ্যাসেম্বলির প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের সেশনে এসব বলেছেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের গতিধারার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে। নগরে জনসংখ্যার এমন বৃদ্ধির কারণে সীমিত নাগরিক সুবিধা ও সম্পদ দিয়ে তাদের আশ্রয়, খাদ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নাগরিক সেবা ও বিনোদন সুবিধা প্রদান চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

তিনি বলেন, ১৯৬১ সাল থেকে ২০১১ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যা ৫০ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ মিলিয়ন হয়েছে এবং একইসঙ্গে শহরের জনসংখ্যা ২ দশমিক ৬ মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে ৪৩ দশমিক ৪৩ মিলিয়ন হয়েছে, যা প্রায় ১৬০০ শতাংশ বৃদ্ধি। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে শহরের জনসংখ্যা হবে ৬০ থেকে ৮০ মিলিয়ন।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার জন্য ইতোমধ্যে ‘একটি বাড়ি একটি খামার’ কর্মসূচি গ্রহণ করেছেন। বাংলাদেশ খাদ্য উৎপাদন, নিরাপত্তা কর্মসূচি, গ্রামীন অবকাঠামো,ঋণ সুবিধা, প্রাথমিক শিক্ষা, শিশুদের টিকা দান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, পয়োনিষ্কাশন, খাবার পানি প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

মন্ত্রী আরো বলেন, এছাড়াও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশে পৌঁছানোর জন্য বাংলাদেশ অনেকগুলো কৌশলগত নীতি গ্রহণ করেছে। এগুলো হলো রূপকল্প ২০২১, প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১, জাতীয় টেকসই উন্নয়ন কৌশল ২০১০-২০২১, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল, ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, শহরের নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দেওয়ার জন্য ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি।

কালের আলো/পিআর/এমএম