জয়ের নায়ক মোসাদ্দেক, ভাঙলেন আশরাফুলের রেকর্ড

প্রকাশিতঃ 4:00 am | May 18, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

চাপের মুখে বরাবরই ভালো খেলেন মোসাদ্দেক। জ্বলে উঠেন দলের প্রয়োজনে। আরও একবার নিজের অপরিহার্যতা প্রমাণ দিলেন এ দাপুটে টাইগার অলরাউন্ডার।

মাত্র ২০ বলে পূর্ণ করলেন অর্ধশতক। খেললেন ২৪ বলের হার না মানা ৫২ রানের ঝকঝকে ইনিংস। এরই মধ্য দিয়ে ১৩ বছর আগের ব্যাটিং বিস্ময় আশরাফুলের ২১ বলের অর্ধশতকের রেকর্ডটিও ভেঙে ফেললেন। গড়লেন নতুন ইতিহাস।

১৬ কোটি বাংলাদেশিকে হাসিয়ে বিদেশের মাটিতে প্রথমবারের মতো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদও মিটল।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কোন টুর্নামেন্টে শিরোপা দেখা টাইগারদের সবাই এখন মেতেছেন ময়মনসিংহের ছেলে মোসাদ্দেকের বন্দনায়।

ময়মনসিংহবাসী তো বটেই, গোটা দেশের মানুষই আক্ষেপ ঘুচানোর বিন্দুতে মোসাদ্দেকের ব্যাটিং তান্ডবের প্রশংসার পঞ্চমুখ।

এর আগে ২০০৫ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে করা আশরাফুলের ২১ বলে অর্ধশতকটি এতদিন ছিল বাংলাদেশের ওয়ানডেতে দ্রুততম অর্ধশতক।

প্রায় আড়াই বছর আগে প্রথম ফিফটির দেখা পেয়েছিলেন মোসাদ্দেক। তবে তার দ্বিতীয় অর্ধশতকটা রেকর্ড ভাঙা হবে তা হয়তো মোসাদ্দেকের কল্পনাতেও ছিল না।

বিশ্বকাপ শুরুর আগে এমন একটা ইনিংস যে তার আত্মবিশ্বাস কতটা বাড়িয়ে দেবে তা একমাত্র মোসাদ্দেকই ভালো জানেন। তবে বিশ্বকাপে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন তা-ই এখন দেখবার বিষয়।

কালের আলো/এএ/পিআর