খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 3:20 pm | May 14, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রীর নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পুরাতন জেলখানায় যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে, সেই ভবনটি সংস্কার করা হবে। কেরানীগঞ্জ কারাগারে মহিলা বন্দিদের রাখার জন্য যে ওয়ার্ড সেটি প্রস্তুত ছিল না। সে কারণেই তাকে এতদিন পুরাতন জেলখানায় রাখা হয়েছে। কেরানীগঞ্জের মহিলা কারাগার এখন প্রস্তুত। কাজেই তাকে এখন সেখানে রাখা যাবে।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে দেশের ফিরিয়ে আনার সব রকমের চেষ্টাই সরকার করছে। সময় মতো একটি সুসংবাদ পেলেও পেতে পারেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দক্ষিণখানে মা-ছেলে-মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনও এ হত্যাকাণ্ডের কোনও ক্লু খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।’

কালের আলো/এনএন/এমএইচএ