সিঙ্গাপুরে নেয়া হলো মওদুদকে, দোয়া চাইলেন স্ত্রী
প্রকাশিতঃ 1:08 pm | May 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছে। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা হবে বিএনপির এই শীর্ষ নেতার।
বৃহস্পতিবার(৯ মে) সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। মওদুদের সঙ্গে আছেন তার স্ত্রী হাসনা জসীম উদ্দীন।
গত ৫ মে বুকে ব্যথা, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মওদুদ আহমদ। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন বলেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অধ্যাপক ডা. চার্লস ত’র অধীনে চিকিৎসা নেবেন মওদুদ আহমদ। সঙ্গে তার স্ত্রী হাসনা মওদুদ আছেন।
ব্যারিস্টার মওদুদের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী হাসনা মওদুদ।
কালের আলো/এআর/এমএম