মালদ্বীপের প্রেসিডেন্টকে ড. ইউনূসের আম উপহার
প্রকাশিতঃ 1:19 pm | July 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জকে উপহার হিসেবে বাংলাদেশের প্রসিদ্ধ আম পাঠিয়েছেন।
সোমবার (২১ জুলাই) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো: সোহেল পারভেজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের নিকট এই আম হস্তান্তর করেছেন। মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ হতে এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, প্রতিবেশি দেশগুলোর সাথে বন্ধুত্ব ও সুসম্পর্ক বজায় রাখতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন দেশের সরকার প্রধানকে আম পাঠাচ্ছেন।
কালের আলো/এমডিএইচ