সৌদিতে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী
প্রকাশিতঃ 10:49 pm | May 29, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
পবিত্র হজ পালনে গতকাল বুধবার পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী। সৌদির পাসপোর্ট অধিদপ্তর বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি বলেছে, সবমিলিয়ে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কা ও মদিনায় এসেছেন ১২ লাখ ৫৫ হাজার ১৯৯ হজযাত্রী। যারমধ্যে বিমানযোগে এসেছেন ১১ লাখ ৮৬ হাজার ৮১০ জন। স্থলবন্দর দিয়ে এসেছেন ৬৩ হাজার ৩০১ জন এবং সাগরপথে এসেছেন ৫ হাজার ৮৮ জন।
এদিকে সৌদি আরবে গত ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যায় সে হিসেবে দেশটিতে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ৪ জুন। এরপর ৫ জুন হবে আরাফাতের দিন। সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।
আরাফাতের দিন আরাফাতের ময়দানে সমবেত হন হজযাত্রীরা। সেদিন তাদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। হজযাত্রীরা বাদে এদিন অনেক মুসল্লি রোজা রাখেন।
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) আরাফাত পাহাড়ে দাঁড়িয়ে তার জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি
কালের আলো/এসএকে