সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশিতঃ 4:53 pm | May 27, 2025

রাজশাহী প্রতিবেদক, কালের আলো:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৭ মে) রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচের ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচের কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, সীমান্তে ‘পুশ-ইন’ বেড়েছে, বিষয়টি আমরা প্রতিবাদ করেছি। ভারতে যারা বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন, তাদের যথাযথ চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠাতে ভারতকে বলা হয়েছে।
‘একইসঙ্গে, ভারতসহ যেসব দেশের নাগরিক আমাদের দেশে অবৈধভাবে রয়েছেন, তাদের আমরা আইনগত প্রক্রিয়ায় ফেরত পাঠাচ্ছি। তেমনিভাবে, বাংলাদেশের নাগরিকদের ফেরত নিতে আমরা প্রস্তুত। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে যোগাযোগ করছে।’
আসন্ন ঈদ-উল-আযহায় নিরাপত্তা নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘গত ঈদ-উল-ফিতর নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়েছে। সামনের ঈদেও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
দ্রব্যমূল্য নিয়ে তিনি বলেন, ‘বর্তমানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। ধানের উৎপাদন প্রায় ১৫ লাখ টন বেড়েছে, আলুর দামও কমেছে। কিছু ক্ষেত্রে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য পাচ্ছেন না, তবে সংশ্লিষ্টরা সহযোগিতা করলে কৃষকরা সে মূল্য পাবে।’
অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, আরএমপি কমিশনার আবু সুফিয়ানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএইচএন