বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার আরও ১৭৪৪
প্রকাশিতঃ 3:25 pm | May 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১১৩০ এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১৪ জন।
শনিবার (২৪ মে) পুলিশ সদর দপ্তর এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৩ মে) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৪৪জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশীয় শুটারগান, তিনটি দেশীয় এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কালের আলো/এমডিএইচ