ঈদযাত্রার ২ জুনের ট্রেন টিকিট মিলবে আজ
প্রকাশিতঃ 9:52 am | May 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রির বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার আওতায় শুক্রবার (২৩ মে) থেকে ২ জুনের ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে।
রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট সংগ্রহ করা যাবে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।
বাংলাদেশ রেলওয়ের সূত্রে জানা গেছে, এবারের ঈদে শুধুমাত্র ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনের জন্য মোট ৩৩ হাজার ৩১৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। যাত্রীদের ভিড় ও চাপ বিবেচনায় নিয়ে শতভাগ টিকিটই অনলাইনে সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দীর্ঘ লাইন বা হয়রানির ঝামেলা এড়ানো যায়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগে সাত দিনের ট্রেন ভ্রমণের টিকিট আগাম বিক্রির আওতায় আনা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে বিক্রি হয়েছে, এবং আজ ২৩ মে বিক্রি হচ্ছে ২ জুনের টিকিট। এছাড়া, ৩ জুনের টিকিট পাওয়া যাবে ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট ২৭ মে থেকে সংগ্রহ করা যাবে।
বিশেষ এই ঈদ ব্যবস্থাপনায় কিছু নিয়মকানুনও নির্ধারণ করেছে রেলওয়ে। প্রতিজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং এসব অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না।
রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে— অযথা ভিড় এড়িয়ে সময়মতো অনলাইনে টিকিট সংগ্রহ করে যাত্রা নিশ্চিত করতে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ও সেবার বিষয়েও আশ্বস্ত করেছে।
কালের আলো/এমডিএইচ