অমৃতসরে বিদ্যুৎ সংযোগ ফিরলেও, এখনও রেড অ্যালার্ট জারি

প্রকাশিতঃ 2:54 pm | May 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

অস্ত্রবিরতির পর পাঞ্জাবের কেন্দ্রীয় শহর অমৃতসরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসলেও শহরটিতে রেড অ্যালার্ট জারি রেখেছে জেলা প্রশাসক। কেননা নয়াদিল্লির অভিযোগ, ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা অব্যাহত রেখেছে।

রোববার এক প্রতিবেদনে বিবিসি জানায়, গতকাল রাতে ভারতের পাঞ্জাবের অমৃতসরে জোরে সাইরেন শোনা যায়। এরপরই রোববার ভোরে জেলা প্রশাসক সাক্ষী সাহনী রেড অ্যালার্ট জারি করেন।

বিবিসি জানায়, অমৃতসরে আপাতত বিদ্যুৎ সংযোগ ফিরে এসেছে, তবে জেলাটি এখনও রেড অ্যালার্টের আওতায় রয়েছে।

জনগণকে তাদের বাড়ি থেকে বের না হতে, নিজেদের বাড়ির ভেতরে থাকা এবং জানালা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক জানান, পরিস্থিতি যখন সম্পূর্ণ নিরাপদ হবে, প্রশাসন গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেবে। দয়া করে আতঙ্কিত হবেন না, শান্তি বজায় রাখুন এবং প্রশাসনের সমস্ত নির্দেশাবলী অনুসরণ করুন।

গত বেশ কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সংঘর্ষ চলার পর ১০ মে সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে অস্ত্রবিরতি চুক্তি হলেও দুই দেশ পাল্টাপাল্টি চুক্তি ভঙ্গের অভিযোগ করে কয়েক ঘণ্টা পরেই।

এর আগে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর দুই সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা কমছে না। দুদেশের মধ্যে এ উত্তেজনার শুরু ২২ এপ্রিল। সেদিন পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

কালের আলো/এসএকে