সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব বিএনপি নেতার, সুনাগরিক হওয়ার দৃপ্ত শপথে বলীয়ান তরুণ-যুবারা

প্রকাশিতঃ 10:32 pm | May 09, 2025

অনিক খান, কালের আলো:

‘সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। তিনি বলেছেন, ‘জয়-পরাজয় প্রতিযোগিতার পথ ধরেই সৃষ্টি হয়। এই প্রতিযোগিতার ফলে খেলার মান উন্নত হয়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।’

শুক্রবার (০৯ মে) বিকেলে নগরীর গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণ-যুবাদের উদ্দেশ্যে এমন দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে তাদের উৎসাহিত করেন। ভবিষ্যতেও এমন আয়োজনের সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথাও দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন তিনি। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সুনাগরিক হওয়ার দৃপ্ত শপথে তিনি বলীয়ান করেন তরুণ-যুবাদের।

‘মাদক নয় সুস্থতায় থাকতে হলে মাঠে চলো দলে দলে’ স্লোগানে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাহাবুবুল আলম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম শিকদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো.আলী আজগর খান সোহাগ, গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল খান রতন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আকন্দ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক উজ্জ¦ল মীর, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, মো.সফিকুল ইসলাম প্রমুখ।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে এদিন বিকেল ৩টার দিকে টুর্নামেন্টের শুভ সূচনা হয়। ৫০ মিনিট খেলার পর ম্যাচটি ড্র হলে ভাগ্য নির্ধারণে গড়ায় ট্রাইবেকারে। এ সময় ফ্রেন্ডসনেটকে ৩-২ গোলে হারিয়ে উত্তর দাপুনিয়া জয়ী হয়। এই টুর্নামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন স্থানীয় উদ্যমী যুবক পলাশ, জয়, শান্ত, মুরাদ, ইমন ও নূর।

ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা আলমগীর মাহমুদ আলম বলেন, ‘খেলাধুলা মানসিক ও শারীরিক বিকাশ ঘটায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতেন।’

কালের আলো/আরআই/এমএইচ