‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে ভারত: শাহবাজ শরিফ

প্রকাশিতঃ 10:27 am | May 07, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। আজাদ কাশ্মীরে মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পর এ কথা বলেন শাহবাজ শরিফ।

ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এক বিবৃতিতে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফ বলেছেন, কোনো উসকানি ছাড়া ভারতের এই হামলার সুনির্দিষ্ট জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের আছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।

পুরো দেশবাসী সশস্ত্র বাহিনীর পেছনে ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভ কামনা রয়েছে।

তিনি বলেন, আমাদের শক্তি ও সংকল্পের জন্য যে হুমকি মোকাবিলা ও সেটাকে পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও এর বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

‘শত্রুপক্ষকে কখনো তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পেহেলগামে ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত মঙ্গলবার গভীররাতে চালানো ওই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

পাকিস্তানের আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে ভারতের ওই হামলায় ২ শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

ভারতের হামলার পরই পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতের জম্মু-কাশ্মীরে। এতে কমপক্ষে ৩ জন নিহত হন।

কালের আলো/এএএন