কিশোরগঞ্জে বজ্রপাতে ২ স্কুলছাত্রী নিহত

প্রকাশিতঃ 3:52 pm | May 06, 2025

কিশোরগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

কিশোরগঞ্জে বজ্রপাতে ২ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন তারা।

তারা সবাই পাকুন্দিয়ার তারাকান্দি ইউনিয়নের চরটেকি গার্লস হাইস্কুলের ছাত্রী।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নবম শ্রেণীর ছাত্রী ও জালাল উদ্দিনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৪), বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৪)। আহত ইমা আক্তার বর্ষা (১৫)। তিনি পাকুন্দিয়ার বোরহান উদ্দিনের মেয়ে।

ইউএনও বিল্লাল হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ওই দুই ছাত্রী স্কুলে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারিয়া জান্নাত ইরিনা ও আদ্রিতা ইসলাম প্রিয়াকে মৃত ঘোষণা করেন। আর ইমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের দাফনের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এসএকে