গম্ভীরের পর এবার হত্যার হুমকি পেলেন শামি
প্রকাশিতঃ 2:37 pm | May 06, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ভারতীয় পেসার মোহাম্মদ শামির কাছে প্রাণনাশের হুমকি ও ১ কোটি রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে। ঘটনায় তোলপাড় ভারতীয় ক্রীড়াঙ্গন। হুমকির ঘটনায় ইতোমধ্যে উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।
শামির ভাই হাসিব অভিযোগপত্র দায়ের করেছেন। এফআইআরে উল্লেখ করা হয়, ‘রাজপুত সিন্দর’ নামের এক ব্যক্তি ই-মেইলের মাধ্যমে শামিকে হত্যার হুমকি দেন এবং মুক্তিপণ হিসেবে এক কোটি রুপি দাবি করেন। ওই ই-মেইলের ভিত্তিতেই অভিযুক্তের নাম অন্তর্ভুক্ত করা হয়।
ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। আমরোহার পুলিশ সুপার জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোড ২০২৩-এর ৩০৮(৪) ধারা এবং তথ্য প্রযুক্তি আইন ২০০৮-এর ৬৬ডি ও ৬৬ই ধারায় মামলা রুজু করা হয়েছে।
এর আগে ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হলেন শামি।
চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে বল হাতে খুব একটা আলো ছড়াতে পারছেন না এই অভিজ্ঞ পেসার। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা মাত্র ৬টি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।
কালের আলো/এসএকে