তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দুর্নীতি অনুসন্ধানে দুদকের অভিযান

প্রকাশিতঃ 3:11 pm | July 08, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পে প্রায় ১৫৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি অ্যাপস ও সফটওয়্যার তৈরির প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে এই অভিযান পরিচালনা করে কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট।

সোমবার (৭ জুলাই) এই অভিযান চালানো হয় বলে দুদক সূত্রে জানা গেছে।

জানা গেছে, অভিযানকালে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র, যেমন- আরডিপিপি (Revised Development Project Proposal), আইএমইডি পরিদর্শন প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে দুদকের টিম জানতে পারে, বাংলা ভাষার ডিজিটাল উন্নয়নে নেওয়া প্রকল্পটিতে মোট ৪৫টি প্যাকেজের আওতায় ১৬টি অ্যাপস ও সফটওয়্যার তৈরির কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে সমুদ্র সার্চ ইঞ্জিন, বাংলা ওসিআর, স্পেল চেকার ও ট্র্যান্সলেটরসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিভিন্ন ডিজিটাল সেবা। প্রকল্পটির মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে বলেও তথ্য পেয়েছে দুদকের অনুসন্ধান দল।

অভিযানে আরও উঠে আসে, সফটওয়্যার ডেভেলপমেন্টে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়ম (ওপেন টেন্ডারিং মেথড- কোয়ালিটি অ্যান্ড কস্ট বেসড সিলেকশন বা ওটিএম-কিউসিবিএস) অনুসরণ করা হলেও প্রাথমিকভাবে একই প্রতিষ্ঠানকে একাধিক কার্যাদেশ প্রদান করা হয়েছে। বিষয়টি টিমের পর্যবেক্ষণে উল্লেখযোগ্য অনিয়ম হিসেবে চিহ্নিত হয়।

দুদক আরও জানায়, অভিযানে সংগৃহীত নথি ও অভিযোগ বিশ্লেষণ শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। কমিশনের সুপারিশ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, তা ওই প্রতিবেদনের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

কালের আলো/এমডিএইচ