রোহিঙ্গা যুবকের কাছে ইভটিজিংয়ের শিকার নারী পুলিশ
প্রকাশিতঃ 2:42 pm | May 05, 2025

কক্সবাজার প্রতিবেদক, কালের আলো:
কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশের এক নারী সদস্যকে ইভটিজিংকে কেন্দ্র করে রোহিঙ্গা ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
রোববার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে এপিবিএন পুলিশ সদস্যরা অভ্যন্তরীণ ব্রিফিং শেষে ফিরছিলেন। পথে ট্রানজিট ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গা যুবক এক নারী পুলিশ সদস্যকে পেছনের দিক থেকে বোরকা ধরে টান দেয় ও উত্ত্যক্ত করতে থাকে। পরে পেছনে থাকা তার স্বামী পুলিশ সদস্য শাকিল আহমেদসহ কয়েকজন সহকর্মী প্রতিবাদ করলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে রোহিঙ্গা যুবকেরা।
একপর্যায়ে ওই যুবকদের জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে গেলে তাদের পরিবারের সদস্যসহ ট্রানজিট ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গারা উত্তেজিত হয়ে পুলিশ বক্সের দিকে ইট-পাটকেল ছুঁড়ে মারে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তারা এসে সংঘর্ষ থামায় ও উত্তেজিত রোহিঙ্গাদের শান্ত করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/এমডিএইচ