স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন

প্রকাশিতঃ 6:46 pm | April 28, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

স্পেন এবং পর্তুগালে সোমবার বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ফ্রান্সের কিছু অংশেও বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ এখনও স্পষ্ট নয়।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পর্তুগালে সরকারি সূত্রগুলো স্থানীয় মিডিয়াকে জানিয়েছে, এই বিভ্রাট দেশজুড়েই হয়েছে। অন্যদিকে স্পেন থেকেও একই রকম প্রতিবেদন আসছে।

এর ফলে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক বিমানবন্দর বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে আছে। একই সাথে টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্ডোরা এবং স্পেনের সীমান্তবর্তী ফ্রান্সের কিছু অংশের নাগরিকরাও ব্ল্যাকআউটের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

কালের আলো/এসএকে