পররাষ্ট্রসচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশিতঃ 5:48 pm | April 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় পররাষ্ট্রসচিবের সাক্ষাতে আসেন পাকিস্তানের হাইকমিশনার।
সচিবের দপ্তরে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন পাকিস্তানের হাইকমিশনার। সৈয়দ আহমেদ মারুফ সচিবের দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে তাদের মধ্যে হওয়া আলোচনা নিয়ে কিছুই বলেননি। এ বিষয়ে এখনো কোনো বক্তব্যও দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। দেশ দুটি চাইলে বাংলাদেশ তাদের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। তবে তার আগে আগবাড়িয়ে কিছু করার পক্ষে নয় ঢাকা।
কালের আলো/এসএকে