বৈশাখে ভুটানের প্রধানমন্ত্রীর জন্য সিল্কের পাঞ্জাবি, স্ত্রীর জন্য বেনারসি শাড়ি
প্রকাশিতঃ 8:21 am | April 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাঙালীর প্রাণের উৎসব পহেল বৈশাখে এই প্রথম অংশগ্রহণ করবে কোন বিদেশি প্রধানমন্ত্রী। তাইতো ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিংয়ের আগমনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবে সরকার।
শুধু অভ্যর্থনায় নয় বৈশাখের উপহার হিসেবে ভুটানের প্রধানমন্ত্রীকে সিল্কের পাঞ্জাবি এবং তার স্ত্রীর জন্য বেনারসি শাড়ি উপহার দেওয়া হবে বলে জানা গেছে।
শুক্রবার(১২ এপ্রিল) সরকারী সফরে ঢাকা আসবেন লোতে শেরিংয়ের। সকালে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে শেরিংকে অভ্যর্থনা জানাবেন। দ্বিপক্ষীয় সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার পাশাপাশি পররাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পহেলা বৈশাখ বা একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের নিজস্ব অনুষ্ঠান হলেও এর সার্বজনীনতা বাড়ছে। একুশে ফেব্রুয়ারিতে একাধিকবার বিদেশি অতিথিরা অংশ নিলেও পহেলা বৈশাখের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো একজন বিদেশি প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন।’
তিনি পহেলা বৈশাখে সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত সুরের ধারার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এবং পিজি হাসপাতালের ছাত্র শেরিং তার পুরনো বিদ্যাস্থানে যাবেন।
ভুটান বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিতে আগ্রহী এবং শিক্ষাখাতে বিশেষ করে মেডিক্যাল কলেজে আরও ছাত্র পাঠাতে চায়। বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচক হিসাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
তিনি জানান, এ বিপরীতে দেশটিতে ওষুধ রফতানি বাড়াতে চায় বাংলাদেশ।
আরেকজন কর্মকর্তা বলেন, এর আগে আমরা সেখানে ওষুধ সরবরাহ করেছি এবং আমরা রফতানি বাড়াতে আগ্রহী।
বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ মিলিয়ন ডলার এবং এর মধ্যে বাংলাদেশের রফতানি মাত্র দুই মিলিয়ন ডলার।
কালের আলো/এমএইচএ