১০০ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ

প্রকাশিতঃ 9:59 pm | April 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-০৮৫ ইঞ্জিন বিকল হয়ে পড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার(৮ এপ্রিল) বিকেল ৫টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে।

শাহ আমানত বিমানবন্দর সূত্র জানায়, বিমানের সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিজি-০৮৫ ফ্লাইটে ১০০ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটি সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল।

ওই বিমানের পাইলট তারেক জানান, সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, বিষয়টি শুনেছি। বিমানের ইঞ্জিন মেরামত করা হচ্ছে। অল্প সময়ের মধ্যে সেটি ঠিক হয়ে গেলে ওই ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পাঠানো হবে। বর্তমানে উড়োজাহাজটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হয়েছে।

কালের আলো/এমএইচএ