মদপানে রাবির দুই শিক্ষার্থী নিহত

প্রকাশিতঃ 11:37 am | April 07, 2019

রাবি প্রতিবেদক, কালের আলো:

মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মারা গেছেন। এ ছাড়া রুয়েটের এক শিক্ষার্থী চিকিৎসাধীন আছেন।

নিহতরা হলেন- আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহতাসিম রাফিদ খান এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তুর্য রায়।

শনিবার(৬ এপ্রিল) দিনগত রাতে মহানগরীর মোন্নাফের মোড় এলাকার সানসারিন মেসে তারা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার(৭ এপ্রিল) সকালে তারা মারা যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, রোববার সকাল সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত রাফিদ খানের বাড়ি খুলনায় এবং তুর্য রায়ের বাড়ি নীলফামারীর ডোমারে বলে জানা গেছে।

সহকারী প্রক্টর জানান, মোন্নাফের মোড় এলাকায় ছাত্রাবাসে তারা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পর ভোরে তাদের মৃত্যু হয়। তাদের সাথে মদ খেয়ে রুয়েটের আরেক ছাত্র অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মেস পরিদর্শন করা হয়েছে।

তদন্ত করে এর কারণ জানাতে পারবেন বলে জানান তিনি।

কালের আলো/এএ/এএম