এবার থেকে শতভাগ সৃজনশীল প্রশ্নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

প্রকাশিতঃ 7:13 pm | February 19, 2018

স্টাফ রিপোর্টার, কালের আলো:

এবার থেকে শতভাগ যোগ্যতাভিত্তিক বা সৃজনশীল প্রশ্নে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী পরীক্ষা হবে।

প্রাথমিকে এই পদ্ধতির প্রশ্নকাঠামোকে ‘কাঠামোবদ্ধ প্রশ্ন’ হিসেবে উল্লেখ করা হয়।

২০১৮ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করে রোববার আদেশ জারি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

প্রতিটি বিষয়ের প্রশ্নের ধরন ও নম্বর কী হবে তা-ও উল্লেখ করা হয়েছে আদেশে।

উল্লেখ্য, প্রাথমিকের পরীক্ষার প্রশ্নসংক্রান্ত যাবতীয় বিষয় দেখভাল করে নেপ। নেপের কার্যালয় ময়মনসিংহে অবস্থিত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিকে ধারাবাহিকভাবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন বাড়ানো হচ্ছে। এরই আলোকে এবার সেটা শতভাগ করা হয়েছে। গত বছরের পরীক্ষায় ৮০ শতাংশ প্রশ্ন করা হয় যোগ্যতাভিত্তিক। আগের বছর তা ছিল ৬৫ শতাংশ।

প্রাথমিকে ২০১২ সাল থেকে এই পদ্ধতিতে প্রশ্ন করা শুরু হয়। ২০১৭ সালে ৮০ শতাংশ এবং ২০১৬ সালে প্রতি বিষয়ে ৬৫ শতাংশ প্রশ্ন যোগ্যতাভিত্তিক ছিল, বাকি প্রশ্ন ছিল ট্রাডিশনাল।

২০০৯ সালে শুরু হওয়া প্রাথমিক সমাপনীতে ২০১২ সালে প্রথমবারের মতো ১০ শতাংশ সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়েছিল।

২০১৩ সালে ২৫ শতাংশ, ২০১৪ সালে ৩৫ শতাংশ এবং ২০১৫ সালে ৫০ শতাংশ সৃজনশীল প্রশ্নে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হয়।

Print Friendly, PDF & Email