ফ্ল্যাগ ইন’র মাধ্যমে বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত

প্রকাশিতঃ 5:15 pm | March 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আনুষ্ঠানিকভাবে তৃতীয় বাংলাদেশ-ভারত যৌথ সাইক্লিং অভিযান সমাপ্ত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বীর প্রতীক।

সোমবার (২৫ মার্চ) টাংগাইলের মধুপুরে “ফ্ল্যাগ ইন” অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপনি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে, টাংগাইল জেলার উর্দ্ধতন বেসামরিক কর্মকর্তাগণ এবং উভয় দেশের সাইক্লিং দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ ২০১৯ তারিখে ভারতের কুচবিহারে বাংলাদেশ-ভারতের যৌথ এই সাইক্লিং অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে ভারতের অভ্যন্তরে ৪ দিন ও বাংলাদেশের অভ্যন্তরে ৪ দিন সাইক্লিং অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের সর্বমোট ৩০ জন সেনাসদস্য অংশগ্রহণ করে।

কালের আলো/এমএইচএ