কাঁটাবনে রিজভীর মিছিল

প্রকাশিতঃ 3:33 pm | March 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবার নয়াপল্টন ছেড়ে কাঁটাবনে বিক্ষোভ মিছিল করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার(২৩ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর কাঁটাবন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান বিএনপিনেতাকর্মীরা।

এর আগে বেলা ১১টার দিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচির উদ্বোধনী বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন। তবে শেখ হাসিনার অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দেবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করেছে।

কালের আলো/এমএইচএ