মামাতো বোনকে বিয়ে করলেন মুস্তাফিজ
প্রকাশিতঃ 12:03 am | March 23, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কাটার মাস্টার খ্যাত জাতীয় ক্রিকেট তারকা মুস্তাফিজুর রহমান বিয়ের পিঁড়িতে বসেছেন। আর তার জীবন সঙ্গী হয়েছেন মামাতো বোন সামিয়া ইয়াছমিন শিমু।
শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩টায় সাতক্ষীরার জগন্নাথপুর গ্রামে মেজ মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে শিমুর সঙ্গে মুস্তাফিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা যায়, কাটার মাস্টারের বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে পাঁচ লাখ এক টাকা। শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
এর আগে দুপুরে জুম্মার নামাজের পর নিজের প্রাইভেট কারে চড়ে বাবা-মা-ভাই-বোনদের নিয়ে সোনালী শেরওয়ানি পরে বর বেশে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন মুস্তাফিজ।
এদিকে এই তারকা ক্রিকেটারের বিয়েকে ঘিরে মিডিয়া কর্মীদের সরব উপস্থিতি থাকলেও বেশ গোপনীয়তা রক্ষা করেই বিয়ের কাজটি সারেন কাটার মাস্টার। কনের বাড়ি পৌঁছানোর পর ভেতরে ঢুকতে দেয়া হয়নি সংবাদ কর্মীদের।
কালের আলো/এমএইচএ