‘আবরার ওভারব্রিজ’র নির্মাণ কাজ চলছে পুরোদমে
প্রকাশিতঃ 12:20 pm | March 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সুপ্রভাত বাসের চাপায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী (২০)। আবরারকে বাসটি যেখানে চাপা দিয়েছিল তার কয়েক গজ দুরেই চলছে ওভারব্রিজের নির্মাণ কাজ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম কথা দিয়েছিলেন আগামী দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। তিনি সেই কথা রেখেছেন, শিক্ষার্থী আবরার নিহতের দুইদিন পেরুতেই পুরোদমে শুরু হয়েছে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ। এখন পুরো মাত্রায় নির্মাণ কাজ সম্পন্ন করতে দম ফেলার ফুরসত নেই নির্মাণ শ্রমিকদের।
বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে বাড্ডা প্রগতি সরণির সড়কের দুর্ঘটনাস্থলে এমন চিত্রই দেখা গেছে।
স্থানীয়রা বলছেন, এ জায়গাটিতে দীর্ঘদিন এটি দরকার ছিল। শেষ পর্যন্ত আবরারের জীবনের বিনিময়ে জনগণ ওভারব্রিজটি পাচ্ছে। যার সুফল সাধারন পথচারিরা ভোগ করবেন।
আবার তারা প্রশংসা করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কর্মতৎপরতাকে। তার আশ্বাস প্রতিশ্রুতির বৃত্তে বন্দি রাখেন নি। মাত্র দুদিনের মাথায় কাজ শুরু করে তিনি প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

বুধবার (২০ মার্চ) আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মেয়র আতিকুল ইসলাম বলেন, এখানকার জনগণের, ছাত্রছাত্রীদের দাবি, এখানে একটি ফুটওভার ব্রিজ হোক। আমি গতকাল এখানে এসে বলেছিলাম, এখানে ফুটওভার ব্রিজ হবে। আজ তার কার্যক্রম শুরু করে গেলাম। আগামী দুই মাসের মধ্যে এ ব্রিজের কাজ শেষ হবে। এ ব্রিজ আবরারের নামে হবে, আর এর উদ্বোধক হবেন তার বাবা।
বৃহস্পতিবার(২১ মার্চ) সরেজমিনে গিয়ে আরো দেখা যায়, এ ওভারব্রিজ নির্মাণ কাজের জন্য বন্ধ রয়েছে জোয়ার সাহারা বাজারের দিকে যাওয়ার সড়কটি। সেখানে ওভারব্রিজের পাইলিংয়ের কাজ চলায় কৌতিহলি জনতা ভিড় করছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের পরিপ্রেক্ষিতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার দ্বিতীয় দিন সন্ধ্যায় আশ্বাসেরে পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে।
কালের আলো/এমএইচএ