ময়মনসিংহে আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা শুরু
প্রকাশিতঃ 2:33 pm | March 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে তিনদিনব্যাপী আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতা ২০১৮-২০১৯’র জোন পর্যায়ের খেলা শুরু হয়েছে। এতে জেলার ১০টি দল অংশ নেয়।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে জেলা পুলিশের আয়োজনে শহরের লেডিস ক্লাবে এর উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
এসময় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, এস এ নেওয়াজীসহ জেলা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো /ওএইচ