ঢাবিতে আইনশৃঙ্খলা অবনতি হবার আশঙ্কা নেই: আইজিপি
প্রকাশিতঃ 9:03 pm | March 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা অবনতি হবার আশঙ্কা এখনো নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতির অবনতি ঘটে থাকলে যেভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে, এখানেও একই ব্যবস্থা নেবে।
সোমবার (১১ মার্চ) বিকেলে রাজশাহীতে পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা ও নগর পুলিশ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান।
তিনি আরও বলেন, এটা ডাকসু নির্বাচন, দেশের নির্বাচন নয়। ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বক্তব্য দিয়েছেন। সেখানে জাল ভোট হচ্ছে কি-না সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ মন্তব্য করতে পারবেন।

সদ্য সমাপ্ত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, এই পর্বের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা যথাযথভাবে ব্যবস্থা নিয়েছিলাম। পরবর্তী ধাপের নির্বাচনগুলো শান্তিপূর্ণ করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এসময় পরবর্তী পর্বের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হবে এমন নিশ্চয়তাও দেন আইজিপি।
এর আগে রাজশাহী পুলিশ লাইন মাঠে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ প্রধান। পরে একই মাঠে পুলিশ সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ মহাপরিদর্শক।
প্রতিযোগিতায় রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাধারণ পুলিশ সদস্যরা অংশ নেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম. খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন কমিশনার একেএম হাফিজ আক্তার ও জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।