আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল সভায় সেনাপ্রধান
প্রকাশিতঃ 5:39 pm | March 07, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ‘কাউন্সিল অব দি কলেজ’ এর ১৬তম সভায় যোগ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (০৭ মার্চ) ঢাকা সেনানিবাসের (জিয়া কলোনি সংলগ্ন) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সভাপতিত্ব করেন এবং স্বাগত ভাষণ প্রদান করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মো: নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সেনাপ্রধানকে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট সম্পর্কে অবহিত করা হয় এবং ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট অনুমোদন করা হয়।

এছাড়া কাউন্সিল সভায় ২১ তম ব্যাচের ভর্তি কার্যক্রম, বিইউপি-এর অধীন বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফল, এএমসি ক্যাডেটদের পকেটমানি বৃদ্ধিকরণ, আর্মি মেডিক্যাল কোরে যোগদানে অযোগ্য এএমসি ক্যাডেটদের সকল সনদ ও নম্বরপত্র ফেরতদান, ক্লিনিক্যাল বিভাগে প্রশিক্ষক নিয়োগ ও তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সংযুক্তকরণ, ক্যাডেটদের আবাসিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, সামরিক চিকিৎসা সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ ফসিউর রহমান, এ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, এএফএমসি কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা হকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) স্থায়ী ভবন নির্মাণের নামফলক উন্মোচন করেন। পরে ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির যাত্রা শুরু হয়।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।
বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে কলেজের পাশের হার শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
কালের আলো/এনএল/এমএইচএ