প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলছে বৈঠক
প্রকাশিতঃ 12:45 pm | October 24, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে।
বৈঠকটি দুপুর আড়াইটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারে এরইমধ্যে ২০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরইমধ্যে উপদেষ্টা পরিষদে রদবদল করা হয়েছে।
কালের আলো/ডিএইচ/কেএ