জাতীয় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, এপিএস-২ ও দুই বিশেষ সহকারী নিয়োগ
প্রকাশিতঃ 9:57 pm | March 04, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপ-প্রেস সচিব, সহকারী একান্ত সচিব (এপিএস)-২, দু’জন বিশেষ সহকারী ও একজন অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
চুক্তিতে এ নিয়োগ দিয়ে সোমবার (৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক হাসান জাহিদ তুষার। আর বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান। উপসচিব পদমর্যাদায় তারা এ নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন গাজী হাফিজুর রহমান। গাজী হাফিজুর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার।
এছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের ছেলে মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব, এপিএস-২ ও দুই বিশেষ সহকারী নিয়োগপ্রাপ্তদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এ নিয়োগের মেয়াদকাল হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রী তাদের যতদিন এ পদে রাখতে চান ততদিন।
কালের আলো/এএ/এমএইচএ