গাজী টায়ারের কারখানায় এখনও জ্বলছে আগুন, কাজ করছে ১২ ইউনিট
প্রকাশিতঃ 10:58 am | August 26, 2024

কালের আলো প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এখনো আগুন জ্বলছে ওই কারখানায়।
রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কাকলী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের তারাবোর রূপসী এলাকার গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
কালের আলো/এমএএইচ/ইউএইচ