আরইবির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম

প্রকাশিতঃ 9:12 pm | August 23, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম।

এর আগেও আরইবিতে সেনাবাহিনীর কর্মকর্তাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নজির রয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আরইবির নতুন চেয়ারম্যান হিসেবে এস এম জিয়াউল আজিমকে নিয়োগ দেওয়া হয়।

২০৩০ সালের মধ্যে দেশের সব জনগণের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই এবং আধুনিক বিদ্যুৎসেবা নিশ্চিত করা নিয়ে কাজ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশের জনগণের জন্য গুণগত মানের বিদ্যুৎ সেবা নিশ্চিত করা তাদের অন্যতম কাজ।

কালের আলো/ডিএইচ/কেএ

Print Friendly, PDF & Email