ডিভিশন মিলেছে খালেদা জিয়ার, পাবেন যেসব সুযোগ-সুবিধা
প্রকাশিতঃ 2:01 pm | February 12, 2018
স্টাফ রিপোর্টার | কালের আলো:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবশেষে কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। এর ফলে কী ধরনের সুযোগ সুবিধা তিনি পাবেন।
কারাগার সূত্র বলছে, জেলকোডের ৬১৭ ধারা অনুযায়ী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শ্রেণির ডিভিশন পাবেন। এর ফলে তিনি সার্বক্ষণিক সঙ্গে রাখতে পারবেন ব্যক্তিগত পরিচারিকা। তার কক্ষে থাকবে অ্যাটাচড ফ্রেশরুম।
তিনি পাবেন নিত্য প্রয়োজনীয় সাধারণ প্রসাধনী, সার্বিক নিরাপত্তা, সার্বক্ষণিক চিকিৎসা সেবা, সাধারণ বন্দিদের চেয়ে অতিরিক্ত খাবার। এছাড়া পরীক্ষা করার পর বাইরে থেকে আসা নিজের পছন্দের ফলমূল বা খাবারও পাবেন তিনি।
বেগম খালেদা জিয়া এর ফলে কারাগারে পাবেন একটি পত্রিকা পড়ার সুযোগ। এর বাইরে পত্রিকা পড়তে চাইলে নিজের খরচে কিনতে হবে। এছাড়া পাবেন টেলিভিশন দেখারও সুবিধা। এক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশনেরই (বিটিভি) কথা আসছে সামনে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন ভুঁইয়া বলেন, “খালেদা জিয়া যেহেতু সাবেক প্রধানমন্ত্রী, সেহেতু জেলকোড অনুযায়ী তিনি প্রথম শ্রেণির ডিভিশন পাবেন। আর এ শ্রেণির সুবিধায় খালেদার কক্ষ শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের (এসি) আওতায় থাকবে।”
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।